আইআইইউসিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার সোসাইটির দেয়ালিকা উন্মোচন


অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার সোসাইটির দেয়ালিকা উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) দেয়ালিকাটি উদ্বোধন করেছেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও ফ্যাকাল্টি অব আর্টস এন্ড হিউম্যানিটিসের ডিন মো. ইয়াসিন শরীফ।

এসময় উপস্থিত ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. সারওয়ার আলম, ডির্পার্টমেন্টের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর মো. ইফতেখার উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রিয়াজ মাহমুদ, সহযোগী অধ্যাপক ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার সোসাইটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আজিজুল হক এবং সহযোগী অধ্যাপক ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার সোসাইটির ট্রেজারার আবু সালেহ নিজাম উদ্দিন।

আরও পড়ুন আইআইইউসিতে এইচআর ক্লাবের আয়োজনে প্রফেশনাল রিজিউমি রাইটিং এন্ড ইন্টারভিউ স্কিল কর্মশালা

দেয়ালিকা দেখে সম্মানিত শিক্ষকবৃন্দরা শিক্ষার্থীদের সৃজনশীল লেখার প্রশংসা করেছেন। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনা ও বুদ্ধিদীপ্ত চেতনা লালন করার জন্য শিক্ষকেরা আহবান জানান। এসময় ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার সোসাইটির সদস্যদের ও দেয়ালিকার আয়োজকদের এমন আয়োজনের জন্য প্রশংসা করেন তারা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার সোসাইটির সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম ফাহিম, সহকারী সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ শাহরিয়ার নিলয়, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ তানভীর হোসেন আয়ন, সহকারী সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন মুন্না, সহকারী বিতর্ক সম্পাদক হাবিবুল্লাহ, সহকারী প্রকাশনা সম্পাদক সুবর্ণ বড়ুয়া ও ক্লাবের নির্বাহী সদস্য ইউনুস তাকি।


Related posts

হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়েছেন খালেদা জিয়া

Chatgarsangbad.net

জেল হত্যা দিবস আজ

Chatgarsangbad.net

রেস্তোরাঁ মালিকদের হয়রানি না করে টাস্কফোর্স গঠনের দাবি

Chatgarsangbad.net

Leave a Comment