চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশে জসীম উদ্দীনের নির্বাচনী প্রচারণাকালে গাড়িতে হামলা আহত- ১


অনলাইন ডেস্ক 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট সংলগ্ন খানদিঘী উচ্চ বিদ্যালয়ের পাশে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান পদে মোটর সাইকেলের প্রার্থীর সমর্থকরা নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে বড়ুয়া সম্প্রদায়ের গাড়ি ধাওয়া করে থামিয়ে হামলা চালায়। ১৮ মে রাত আনুমানিক ৮ টার সময় এ ঘটনা ঘটে। হামলাকারীরা নোহা (চট্ট মেট্রো-চ-১১-৩৩৭৬) গাড়ির সামনের অংশের কাঁচ ভেঙ্গে দেয়। গাড়ি থেকে কানাইমাদারীর নিবু বড়ুয়া (৫৫)-কে এলোপাথাড়ি মারধর করে আহত করে। সে কানাইমাদারী এলাকার মৃত সুদর্শন বিকাশ বড়ুয়ার ছেলে বলে জানা যায়।

এ ব্যাপারে নিবু বড়ুয়া বাদী হয়ে ১ জনের নাম উল্লেখ করে ১৪/১৫ জন অজ্ঞাতনামা আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান। মোটর সাইকেলের প্রার্থী জসীম উদ্দীন আহমেদ বলেছেন, নির্বাচনের পূর্ব মুহুর্তে মোটর সাইকেলের সমর্থকদের শান্তিপূর্ণ প্রচারকালে হামলা এই নির্বাচনের জন্য একটি অশনি সংকেত। এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। গাড়িতে থাকা অমূল্য রঞ্জন বড়ুয়া (৭৫) বলেছেন, তারা হাশিমপুর বড়ুয়া পাড়ায় বড়ুয়াদের দায়িত্ব নিয়ে নির্বাচনী প্রচারণার কাজ শেষে বাড়ি ফেরার পথে বাগিচাহাট থেকে ৪/৫টি মোটর সাইকেল নিয়ে তাদের গাড়ির পিছন পিছন এসে খানদিঘী উচ্চ বিদ্যালয়ের পাশে এসে তাদের গাড়ির গতিরোধ করে থামিয়ে নিবু বড়ুয়াকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে এবং গাড়িতে হামলা চালিয়ে গাড়ির কাঁচ ভাংচুর করে।


Related posts

এবার চাহিদার চেয়ে কোরবানির পশু ২১ লাখ বেশি

Chatgarsangbad.net

জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে মাঠে নামেন সিডিএ চেয়ারম্যান

Chatgarsangbad.net

ফটিকছড়িতে টিসিবির ১ হাজার লিটার তেলসহ ব্যবসায়ী আটক

Saddam Hossain

Leave a Comment