ইসলামী মানসম্পন্ন শিক্ষা বিস্তারে আইআইইউসি অগ্রগামী: মালয়েশিয়ায় আন্তর্জাতিক কনফারেন্সে ড. নদভী


অনলাইন ডেস্কঃ ইসলামী মানসম্পন্ন শিক্ষা বিস্তারে বিশ্বে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) অগ্রগামী বলে মন্তব্য করেছেন আইআইইউসির বোর্ড অব
ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। রবিবার (৫ মে) মালেশিয়ার পাহাং রাজ্যে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কনটেম্পোরারি এডুকেশন ইন দ্য ইসলামিক ওয়ার্ল্ড শিরোনামে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি কনফারেন্সে অংশ নেয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের আইআইইউসি ভ্রমণের আহ্বান জানান। তিনি জানান, আইআইইউসিতে মুসলিম রাষ্ট্রের শিক্ষার্থীদের স্কলারশীপ দেওয়া হয়। স্কলারশীপৈর অধীনে আবাসন সুবিধাসহ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ রয়েছে।

আরও পড়ুন আইআইইউসিতে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কনফারেন্সের শুরুতে আইআইইউসির সাথে মিশরের আল আজহার ইউনিভার্সিটি, তিউনিসিয়ার আল-জায়তূনা ইউনিভার্সিটি এবং মালয়েশিয়ায় সুলতান আহমদ শাহ ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্বারক সাক্ষরিত হয়েছে।

ছবি: মালয়েশিয়ার আন্তর্জাতিক কনফারেন্স

আইআইইউসির পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করেছেন ড. নদভী। এ সময় উপস্থিত ছিলেন মালেশিয়ার পাহাং প্রদেশের মুখ্যমন্ত্রী দাতু শ্রী হাজ্বী রুশদী বিন ওয়ান ইসমাঈল ও পাহাং প্রদেশের এর উচ্চশিক্ষা বিষয়ক, মিশরের আল আজহার ইউনিভার্সিটির চ্যান্সেলর, তিউনিসিয়ার আল-জায়তূনা ইউনিভার্সিটি চ্যন্সেলর, মালয়েশিয়ায় সুলতান আহমদ শাহ ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর, আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, আইআইইউসি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের এ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর আব্দুর রহিম।


Related posts

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও শীতবস্ত্র বিতরণ

Chatgarsangbad.net

জেলা পরিষদের নবনির্বাচিত ৫৯ চেয়ারম্যানকে শপথ করালেন প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

আবারো বাড়তে পারে বৃষ্টি, অপরিবর্তিত তাপমাত্রা

Chatgarsangbad.net

Leave a Comment