চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশে “প্রাণিসম্পদ প্রদর্শনী” সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে চন্দনাইশে ১৮ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা পর্যায়ে “প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪” সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এডভোকেট কামেলা খানম রূপা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, নির্বাচন কর্মকর্তা রাকিবুজ্জামান রেনু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী জিন্নাহ, লাইভস্টক ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি সালেহ আহমদ ও সেক্রেটারি আশীষ কুমার বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ ফয়সাল। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও খামারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা কনক বড়ুয়া। এবারের প্রতিপাদ্য ছিল “প্রাণিসম্পদে গড়ব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ। প্রদর্শনীতে মোট ৪০টি স্টল অংশগ্রহণ করে। পরে খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রাণিসম্পদের উৎপাদান বৃদ্ধি, দুগ্ধজাত পন্যের বাজার সৃষ্টি, বিজ্ঞানভিত্তিক লালন-পালনের কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু-পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান, নিরাপদ প্রাণিজ আমিষ সরাবরাহ নিশ্চিত করার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে অনুষ্ঠিতব্য উক্ত প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, বাছুর, ষাড়, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, শৌখিন পাখি, কবুতর, তিতির, পোষা কুকুর বিভিন্ন প্রাণিপ্রযুক্তি, দুগ্ধজাত পণ্য প্রদর্শিত হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণিজ পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানের আয়োজকদের তিনি আরো নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন।


Related posts

চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি 

Chatgarsangbad.net

চন্দনাইশ উপজেলা প্রশাসন সাংবাদিকদের সাথে বর্ষবরণ করেন

Chatgarsangbad.net

হারানো বিজ্ঞপ্তি

Saddam Hossain

Leave a Comment