চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

বরমা কলেজে স্বাধীনতা দিবস পালন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বরমা ডিগ্রি কলেজে নানা অনুষ্ঠানসূচীর আয়োজন করা হয়। অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্য বি‌শিষ্ট আওয়ামীলীগ নেতা এস এম সেলিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী-বরমা কলেজ শাখার আহবায়ক ও ইংরেজি বিভাগের সহকারী অধ‌্যাপক সালমা আহসান ও ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের প্রদর্শক রূপম কুমার নাথের পরিচালনায় কলেজ সাংস্কৃতিক শি‌ল্পীগোষ্ঠীর সমবেত প‌রি‌বেশনা সকলের দৃষ্টি কেড়েছে। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব‌্য রা‌খেন জান্নাতুল কাউছার ও মোহাম্মদ বেলাল হো‌সেন। এর আগে স্বাধীনতার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শ‌নের উ‌দ্দে‌শ্যে অধ্যক্ষের নেতৃত্বে শহিদ মিনার এবং শ‌হিদ মু‌ক্তি‌যোদ্ধা ক‌্যাপ্টেন আবদুস সবুর খান ও মুরিদুল আল‌মের কব‌রে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বক্তাগন বলেন- বঙ্গবন্ধুর আদর্শে জীবন গঠণ, স্বাধীনতার বীর শহিদদের আত্মত্যাগ ও মুক্তিযোদ্ধােদের অবদানকে স্মরণ রাখা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়া এবং জাতির মর্যাদা রক্ষায় নিজ নিজ অবস্থান হতে অবদান রাখার পরামর্শ দেন।


Related posts

এনইএইচআরএফ চট্টগ্রাম জেলা কমিটির মিলনমেলা সম্পন্ন

Chatgarsangbad.net

ডিলার পাড়া মানবিক উন্নয়ন মূলক সংগঠনের মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Shahidul Islam

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে ডিগ্রি (পাস) কোর্সের ওরিয়েন্টেশন সম্পন্ন

Chatgarsangbad.net

Leave a Comment