চট্টগ্রাম

আমিলাইষ ইউনিয়ন শিশু-কিশোর সাহিত্যে সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল সম্পন্ন


সাতকানিয়া সংবাদদাতা : আমিলাইষ ইউনিয়ন শিশু-কিশোর সাহিত্যে সাংস্কৃতিক সংসদের আয়োজনে ইফতার মাহমিল গত ২৯ মার্চ বিকেলে স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গনে রফিকুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিধ্বনি সাংস্কৃতিক সংসদের সাবেক চেয়ারম্যান তারেক হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরতী ইউপির সাবেক চেয়ারম্যান ডা: রেজাউল করিম, ওমর ফারুক, মোজাম্মেল হক, হাসান, ডা: আয়ূব, রহমত উল্লাহ, আনোয়ার, নাজিম উদ্দীন, জাহেদ, মোজাম্মেল হক চৌধুরী, ব্যাংকার ওসমান, আরিফ, ফয়েজ, সাহেল, ফরহাদ, ফারুক, সাজ্জাদ, সালাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তারেক হোসাইন বলেন, রোজা হচ্ছে অন্যায়ের সাথে আপস না করার প্রশিক্ষণ। আল্লাহ তায়ালা ঈমানদারদেরকে রমজানের মতো এমন বরকতপূর্ণ মাস উপহার দিয়েছেন এর মধ্যদিয়ে তিনি আমাদেরকে দয়া করতে চান, রহমত বর্ষন করতে চান। মহান আল্লাহ আমাদেরকে তার অনুগ্রহের চাদরে আচ্ছাদিত করতে পছন্দ করেন। কারণ এই মাসে মহান আল্লাহ তায়ালা কুরআন নাজিল করেছেন।

এই কুরআনের মধ্যেই গোটা মানবজাতির জন্য পথ নির্দেশনা দেওয়া আছে। একজন ঈমানদার হিসেবে ঐ উপর ওয়ালা মহান আল্লাহর গোলামী করতে গিয়ে সারা দুনিয়ার চাপ সহ্য করতে আমরা প্রস্তুত আছি। আমরা জাগতিক যেকোনো চাপ মোকাবেলা করেই এই আমিলাইশ ইউনিয়ন বাসীসহ গোটা বাংলাদেশের জনগণের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছিয়ে দিবো ইনশাআল্লাহ। আপনি রোজা পালনে সিয়ামের জন্য যে আল্লাহকে ভয় করলেন, নিজের ঈমান বাঁচানোর প্রয়োজনে কেন সেই আল্লাহকে ভয় করেন না।

ঈমানের বিনিময় তো সেই জান্নাত, যার প্রত্যাশা আমি আপনি আমরা সকলে করি। আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা রোজা রেখে যে পুরস্কার ঢাল স্বরূপ পেয়েছ, তা কাজে লাগিয়ে আকিমুদ্বীনকে বিজয়ী করো। রোজা রেখে সর্বপ্রথম নিজের নফসের সাথে সংগ্রাম করুন। ন্যায়-অন্যায় ভালো মন্দ যাচাই করার জ্ঞান অর্জন করুন।


Related posts

ঘুমধুমে ভাষা সৈনিক মুছা মিয়া নুরানী মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় এপ্লাস ৭৫ জন পাসের হার ৯৬%

Chatgarsangbad.net

চট্টগ্রাম সমিতি-ঢাকার কার্যালয়ে অবৈধ দখল: স্বাভাবিক কার্যক্রমে বাধা

Saddam Hossain

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Saddam Hossain

Leave a Comment