সাতকানিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা, পুরস্কার বিতরণ


সাতকানিয়া প্রতিনিধিঃ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষ্যে একাধিক সরকারি বেসরকারি সংস্থা আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে।

এদিন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক এবং দক্ষিন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরীসহ আরো অনেকে।

আরও পড়ুন সাতকানিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের সভা

এছাড়া এদিন সাতকানিয়া মডেল হাইস্কুলেও দিবসটি উদযাপন করা হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক এবং দক্ষিন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন মির্জাখীল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুমন বড়ুয়া।

ছবি: সাতকানিয়া মডেল হাইস্কুলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


Related posts

সরকারি বিদ্যুৎ কোম্পানিতে নিয়োগ

Chatgarsangbad.net

চন্দনাইশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Chatgarsangbad.net

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন সাবেক মন্ত্রীপুত্র মুবিন

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment