ছগীর আহমদ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হলো সাতকানিয়ায়


 

সাতকানিয়ায় মরহুম আলহাজ্ব ছগীর আহমদ কোম্পানি স্মৃতি টি-১২ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের করাইয়া নগর চাটগাঁ পাড়া মাঠে বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালবেলা খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচটি কেরানিহাট ডেলিপাড়া একাদশ বনাম মরফলার মৌলভির দোকান একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
টসে জিতে মরফলা মৌলভির দোকান নামক দলটি বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত বার ওভারের জন্য ব্যাটিংয়ে নেমে কেরানীহাট ডেলিপাড়া টিম বিজয়ী দলকে ১১১ রানের টার্গেট দেয়। পরে ১১ ওভারে ১১১ রান নিয়ে মরফলা মৌলভির দোকান একাদশ দল খেলায় চ্যাম্পিয়ন হয়।

খেলায় বিজয়ী দল ব্যাটসম্যান তাহসিন চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

উক্ত খেলায় মোঃ সেলিম উদ্দিনের সঞ্চালনায় আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন এহছানুল হক ও ওয়াইছি খন্দকার ।

ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার এবং প্রাইজমানি তুলে দেন অতিথিরা।

পিবিএম গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বনফুল এন্ড কিষোয়ান গ্রুপের ম্যানেজিং পার্টনার ওয়াহিদুল ইসলাম সিআইপি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন, ব্যবসায়ী মোঃ দিদারুল আলম, ইউপি সদস্য মোঃ ফরিদুল ইসলাম (ভুট্টো) ও ইউপি সদস্য মোঃ জমির উদ্দিন, সার্বিক সহযোগিতায় মোহাম্মদ এহসান, নুর মোহাম্মদ ওয়াসি ও মোহাম্মদ এনাম।


Related posts

অলি আল্লাহর সান্নিধ্যে আসলেই সকল অশান্তি থেকে পরিত্রাণ পাওয়া যায়- মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন

Chatgarsangbad.net

মনোনয়নপত্র জমা দিলেন নজরুল ইসলাম চৌধুরী 

Chatgarsangbad.net

নজাতকের স্বাভাবিক মৃত্যু’কে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,অভিযোগ স্থানীয়দের

Chatgarsangbad.net

Leave a Comment