বিজিবি দিবস উপলক্ষে ৭২ জনকে পদক দিলেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে যোগ দিয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ড পিলখানায় এ অনুষ্ঠান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। একই সঙ্গে বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বিজিবি সদস্যদের পদক পরিয়ে দেন।

এ বছর বিজিবির ৭২ জনকে পদক দেওয়া হয়েছে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবি সদস্যদের শৃঙ্খলা ও চেইন অব কমান্ড মেনে চলার নির্দেশ দেন।

সরকারপ্রধান বলেন, ‘পূর্বের সরকার ব্যর্থ হলেও সীমান্ত ও সমুদ্রসীমা নির্ধারণে সফল হয়েছে আওয়ামী লীগ। প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছে বাংলাদেশ।’

তিনি বলেন, ‘বিজিবিকে আন্তঃরাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতে আধুনিক অস্ত্র দেওয়া হয়েছে।’


Related posts

ম্যারি ক্রিসমাস

Chatgarsangbad.net

পলিটেকনিক মোড়ে সড়ক অবরোধ করেছে পোশাককর্মীরা

Chatgarsangbad.net

চকরিয়া ডুলাহাজারায় ডাকাতবিরোধী অভিযানকালে সেনা কর্মকর্তা নিহত। আটক ৬, অস্ত্র উদ্ধার

Md Maruf

Leave a Comment