৪ শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় কক্সবাজারের মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার:

চট্টগ্রামের একটি মাদরাসার ৪ শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় কক্সবাজারের একজন শিক্ষকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-৩-এর বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মোরশেদ আলম বলেন, রায় ঘোষণার সময় ওই আসামি আদালতে হাজির ছিলেন। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

জানা গেছে, নাছির উদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার ছোট বেওলা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি রাঙ্গুনিয়া উপজেলার একটি মাদরাসায় শিক্ষকতা করতেন। পাশাপাশি একই মাদরাসার হোস্টেল সুপারের দায়িত্বে ছিলেন তিনি।

মামলা ও আদালতের নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ১২ অক্টোবর ওই মাদরাসার ৪ শিশু শিক্ষার্থী নাছির উদ্দিনের ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নাছির উদ্দিনের নামে মামলা করেন। তদন্ত শেষে আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এর দুই বছর পর ২০২২ সালের ২৪ জানুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১১ সাক্ষীর সাক্ষ্য শেষে রোববার (১৮ ফেব্রুয়ারি) এ রায় দিলেন আদালত।


Related posts

চসিকের আলোকায়ন প্রল্পের চুক্তি স্বাক্ষর আজ

Chatgarsangbad.net

অবিনব কায়দায় পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় চন্দনাইশে ১ মাদক কারবারি আটক

Chatgarsangbad.net

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক গৃহিণীর

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment