Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

ফের বাড়ল এলপিজির দাম


অনলাইন ডেস্ক

আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ রবিবার নতুন দর ঘোষণা করেছে বিইআরসি। যা সন্ধ্যা থেকেই কার্যকর হবে। এর আগে জানুয়ারি মাসে এলপিজির দাম ১ হাজার ৪০৪ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান মো. নূরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্যরা।

এর আগে গত বছর ৫ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। গত বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে কমেছিল এলপিজির ও অটোগ্যাসের দাম। আর দাম বেড়েছিল ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে প্রতিমাসে এলপিজির দাম নির্ধারণ করে কমিশন।


Related posts

প্রধানমন্ত্রীর জনসভা সফল করায় ধন্যবাদ জানাল আব্দুল কৈয়ুম চৌধুরী

Chatgarsangbad.net

চন্দনাইশে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়ক নির্মাণ কাজ বন্ধ করেছেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান

Chatgarsangbad.net

বাদ পড়লো শব-ই-মিরাজ ও আষাঢ়ি পূর্ণিমার ছুটি

Chatgarsangbad.net

Leave a Comment