নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ: জি এম কাদের


অনলাইন ডেস্কঃ বর্তমান সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। রবিবার (২১ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সিটি বাজার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার পুরোপুরি ব্যর্থ। আমি বাণিজ্যমন্ত্রী ছিলাম। আমি জানি, কীভাবে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হয়। আমি পেরেছিলাম। কিন্তু বর্তমান সরকার পারছে না।

আরও পড়ুন জাপা চেয়ারম্যান জিএম কাদের জয়ী

তিনি বলেন, ধান-চালের দাম বাড়ছে। দেশে ধান-চালের অভাব নেই। প্রচুর উৎপাদন হয়েছে। প্রচুর মজুত আছে। তারপরও হঠাৎ করে লাফিয়ে দাম বাড়ছে। দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। অযৌক্তিকভাবে দাম বাড়ছে। একটি পক্ষ মুনাফার লোভে এটি করছে। সরকারের এ বিষয়ে দেখা দরকার। বিশেষ গুরুত্ব দেওয়া দরকার।

এর আগে সিটি বাজার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন জি এম কাদের। এ সময় বাজারের উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন ছোট বাবুসহ অন্যান্য নেতারা।

তথ্যসূত্র: বাংলনিউজ২৪


Related posts

চসিক’র মেমন ইপিআই জোনের স্বাস্থ্যকর্মীদের অবসরোত্তর সংবর্ধনা

Chatgarsangbad.net

চট্টগ্রাম আইনজীবী সমিতির এডহক কমিটি থেকে সরে দাঁড়ালেন এক সদস্য

Chatgarsangbad.net

ওয়াসিম হত্যা: নওফেল-নাসিরসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Chatgarsangbad.net

Leave a Comment