Hom Sliderবাংলাদেশ

শীত কী আরও বাড়বে? জেনে নিন আবহাওয়ার খবর


অনলাইন ডেস্কঃ গত সপ্তাহ থেকে শীতের প্রকোপ বেশি থাকলেও গত দুদিন ধরে চট্টগ্রামে বাড়ছে তাপমাত্রা। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে চট্টগ্রামসহ দেশের কয়েকটি জেলায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া আগামি কয়েকদিনের মধ্যে দেশের অধিকাংশ কুয়াশাচ্ছন্ন আকাশ মেঘলা হয়ে দিনেও বাড়তে পারে শীত।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যানুসারে, দেশের পাঁচটি বিভাগ অর্থাৎ খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের বেশ কয়েকটি স্থানে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন চট্টগ্রামে বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা, আবহাওয়ার পূর্বাভাস

আজ মধ্যরাত থেকে আগামিকাল সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক ভাবে বিঘ্ন ঘটার আশঙ্কাও পূর্বাভাসে জানানো হয়েছে।

এদিকে দেশের দু’টি জেলা কিশোরগঞ্জ ও নওগাঁ এবং একটি বিভাগ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

দেশের উত্তর-উত্তর-পূর্ব দিকে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ২১ জানুয়ারি থেকে পরবর্তী দিনগুলোর আবহাওয়া খানিকটা পরিবর্তন হতে পারে।


Related posts

৩ জনের মৃত্যু, উপকূলীয় এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন; শতাধিক গ্রাম প্লাবিত

Chatgarsangbad.net

চন্দনাইশে সাংবাদিকদের সাথে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

Chatgarsangbad.net

শবে বরাতে নবী করিম যেসব আমল করেছেন

Chatgarsangbad.net

Leave a Comment