‘মার্চে হতে পারে ৪৬তম বিসিএসের প্রিলি’


অনলাইন ডেস্কঃ মার্চ মাসের প্রথম ১৫ দিনের মধ্যে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি নেওয়া হতে পারে। তবে চূড়ান্ত তারিখ এখনও প্রকাশ করেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিষয়ে সিদ্ধান্ত আগামী কয়েকদিনের মধ্যে প্রকাশিত হবে বলে পিএসসির দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

জানা গেছে, আগামী মার্চের প্রথম ১৫ দিনের মধ্যেই প্রিলিমিনারি নেওয়া হতে পারে। রোজার আগেই এই পরীক্ষা নেওয়ার চেষ্টা আছে পিএসসির। পরীক্ষার তারিখ আগামি দুই–তিন কর্মদিবসের মধ্যেই ঠিক করা হতে পারে। হলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আরও পড়ুন বিসিএসে বাড়ছে ৪০৪ পদ

৪৬তম বিসিএসের আবেদনপ্রক্রিয়া শেষ। এ পর্যন্ত এই বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে।

গত বছরের ১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়। এই বিসিএসে মোট পদ ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এর পরপরই সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।

তথ্যসূত্র: প্রথম আলো


Related posts

চট্টগ্রামে আওয়ামী নেত্রী জিনাত সোহানা গ্রেফতার

Mohammad Mustafa Kamal Nejami

আওয়ামী লীগের নতুন কমিটিকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

Chatgarsangbad.net

যেভাবে টানা ৪ দিনের সরকারি ছুটি মিলবে

Chatgarsangbad.net

Leave a Comment