ফটিকছড়িতে নৌকা আর একতারা নিয়ে হচ্ছে নানা কথা


মো: সানিফ চৌধুরী, ফটিকছড়ি

বেশ কদিন ধরে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টিকে সমর্থন দিয়ে নৌকার প্রার্থী সরে যাবে এমন একটি কথা চারিদিকে চড়িয়ে পরে। তবে বিষয়টি গুজব বলে উপজেলা আওয়ামী লীগ কয়েক দফা সংবাদ সম্মেলন এবং প্রতিবাদও করে। শেষ পর্যায়ে কতটুকু গুজব আর সত্য সেই নিয়ে এখনো খোলাশা হয়নি গুজবের জট।

বাংলাদেশ সুপ্রিম পার্টিকে সমর্থন দিয়ে নৌকার প্রার্থী সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। তবে এই ব্যাপারে জেলা আওয়ামী লীগ থেকে কোনো লিখিত নির্দেশ বা বিজ্ঞপ্তি আসেনি বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী। এই আসনের নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন খাদিজাতুল আনোয়ার সানি। তার প্রতিদন্ধী প্রার্থি বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়্যদ সাইফুউদ্দীন মাইজভান্ডারী।

এই বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, দলের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের আমাকে ও সভাপতি সালাম সাহেবকে ফোন দিয়েছেন। জানিয়েছেন নেত্রীর সিদ্ধান্ত উখানে একতারা থাকবে। নৌকাকে সেখানে নির্বাচন থেকে সরে দাড়াতে হবে। ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজিম উদ্দীন মুহুরী বলেন, আমাকে দলের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হাছান মাহমুদ ফোন করে বিষয়টি জানিয়েছেন। কিন্তু এই অবস্থায় আমরা সরে যেতে পারছিনা। আমাদের প্রচার প্রচারণা সহ নির্বাচনকে কেন্দ্র করে নৌকাকে বিজয় করার লক্ষ্যে আমরা সবকিছু এক প্রকার গুছিয়ে ফেলেছি এবং জনগণও নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করার দৃঢ আশ্বাস দিয়েছেন। কোন ফর্মূলায় নির্বাচন থেকে বের হয়ে আসব সেটা বুঝতে পারছিনা, তবে কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্মান জানায় সব সময়। যতক্ষণ আমরা কোন ফর্মূলা বের করতে না পারি ততক্ষণ আমরা নির্বাচনে আছি।

সুপ্রিম পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইব্রাহিম মিয়া জানান, ফটিকছড়িতে একতারার প্রার্থি বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুউদ্দীন আহমদ মাইজভান্ডারীকে সমর্থন দিয়ে নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়াের সানিকে নির্বাচন থেকে সরে দাড়ানোর জন্য কেন্দ্র থেকে বলা হয়েছে।

নৌকা প্রতিকে নির্বাচনি প্রচারণায় খাদিজাতুল আনোয়ার সানি বলেন কেন্দ্র থেকে এই নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এইসব গুজব ছড়িয়ে নৌকার বিজয়ের লক্ষ্যকে বানচাল করার অপচেষ্টা একটি মহলের। বেলট পেপার সহ নির্বাচনী সবকিছু প্রস্তুত৷ আপনারা আগামী ৭ তারিখ নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন। ইনশাআল্লাহ নৌকার বিজয় সুনিশ্চিত।


Related posts

গণমুখীনীতি গ্রহণে বাংলাদেশের প্রতি পরামর্শ সিঙ্গাপুর রাষ্ট্রদূতের

Chatgarsangbad.net

চন্দনাইশে শারদীয় উপহার নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ালেন কৈয়ুম চৌধুরী

Chatgarsangbad.net

পুলিশ কনস্টেবল পদে আবেদন শুরু

Chatgarsangbad.net

Leave a Comment