সংস্কার হলো বাইশ মহল্লা কবরস্থান


অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে নগরীর স্টেশন রোডের পাশে চৈতন্য গলির বাইশ মহল্লা কবরস্থানের সংস্কার করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.রেজাউল করিম চৌধুরী সংস্কারকৃত কবরস্থাননসহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন।

সংস্কার কাজের অংশ হিসেবে পুরাতন স্টেশন রোডের জঙ্গি শাহ মাজার পুন:নির্মাণ এবং কবরস্থানের দুটি গেট নির্মাণ করার পাশাপাশি কবরস্থানে টাইলস দিয়ে নির্মাণ করা হয়েছে সিড়ি। এছাড়া কবরস্থান সংলগ্ন সড়কসমূহে সৌন্দর্বধন করা হয়েছে।

আরও পড়ুন চসিকের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন: বাদ পরা শিশুরা ক্যাপসুল পাবে যেভাবে

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, বাইশ মহল্লা সর্দার কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার, সাধারণ সম্পাদক মাকসুদ আহমদ সর্দার, শওকত হোসাইন, আলী বক্স, সালাউদ্দিন ইবনে আহমেদ, মোহাম্মদ তারেক, জাহেদ হোসেন, মো. শাহজাহান, মো. আব্বাস, ৩১ নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম প্রমুখ।


Related posts

চবির শ্রেষ্ঠ গবেষক প্রফেসর ড. শাহাদাত হোসেন

Chatgarsangbad.net

চবির ‘ম্যাথট্রনিক্স’ পেলো আন্তর্জাতিক স্বীকৃতি

Chatgarsangbad.net

আরো ৩ মামলায় গ্রেপ্তার রিজভী

Chatgarsangbad.net

Leave a Comment