চট্টগ্রামবাংলাদেশ

দক্ষিণ আশিয়া ছাদেকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা


সাদ্দাম হোসেন
দক্ষিণ আশিয়া ছাদেকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ নভেম্বর) দক্ষিণ আশিয়া ছাদেকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর হল রুমে এ সংবর্ধনা দেয়া হয়।

বিদায় সংবর্ধনায় স্কুলের প্রধান শিক্ষিকা, দিলরুবা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো.বেলাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য  হাফেজ তৈয়ব মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ও আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগ শিক্ষা বিষয় সম্পাদক আজিজুল হক।

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো.বেলাল উদ্দিন বলেন, দক্ষিণ আশিয়া ছাদেকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী হয়ে তোমরা গর্বিত, কেননা জেলার মধ্যে অন্যতম স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এই বিদ্যালয়টি। দোয়া করি, ভালোভাবে লেখাপড়া করে তোমরা যেন ভবিষ্যতে দেশ ও সমাজ গড়তে ভূমিকা রাখতে পারো। পাশাপাশি বাবা-মা ও শিক্ষকদের সর্বদা সম্মান করতে বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের শিক্ষক নুরশাদ জাহান বাবু, আনুপম দে , মোমু দাশ, শাহনাজ বেগম, যুবলীগ নেতা মোহাম্মদ মাসুদ, মো.ফয়সাল, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন হাসান মাসুদ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।


Related posts

বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ফোরামের মতবিনিময় সভায় ইমাম-খতিবদের কথা বলতে হবে: ধর্ম উপদেষ্টা

Sohel Taj

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

Mohammad Mustafa Kamal Nejami

বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের পূজা মণ্ডপ পরিদর্শন

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment