চুয়েটে বিশ্ব নগর পরিকল্পনা দিবস উদযাপিত


অনলাইন ডেস্কঃ বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিশ্ব নগর পরিকল্পনা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (৮ নভেম্বর) শোভাযাত্র ও আলোচনা সভার আয়োজন করেছিলো চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) চট্টগ্রাম চ্যাপ্টার ও উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় চুয়েটে দিবসটি উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘বিশ্বব্যাপী শিখুন, স্থানীয়ভাবে প্রয়োগ করুন’ (Learn Globally, Apply Locally)। সকালে উপাচার্যের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন চট্টগ্রাম মাস্টারপ্ল্যান প্রজেক্টের পরিচালক মুহাম্মদ আবু ঈসা আনসারী, ব্র্যাক পরিচালিত নগর উন্নয়ন প্রোগ্রামের জ্যেষ্ঠ আঞ্চলিক সমন্বয়ক আবু মুজাফ্ফর মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান দেবাশীষ রায় রাজা।

সভায় জলবায়ু পরিবর্তন ইস্যু বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক ড. ফৌজিয়া গুলশানা রাশিদ লোপা।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Related posts

সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা ও উদ্বেগ

Chatgarsangbad.net

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে বেরুলেন প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

চট্টগ্রামে ৩ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

Chatgarsangbad.net

Leave a Comment