আজ ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: নুরুল আবছার চৌধুরী

আন্তর্জাতিক পণ্ডিতবিহার বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন জরুরি


ভারতীয় উপমহাদেশে খিস্ট্রীয় অষ্টম শতাব্দীতে পূর্ববঙ্গের পণ্ডিতবিহারে বাংলা ভাষা ও কাব্যের আদি নিদর্শন চর্যাপদ রচিত হয়েছিলো। সেই ঐতিহ্যকে কালোর্ত্তীর্ণ করতে চট্টগ্রামে ওই ধরনের আরেকটি আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠ স্থাপনের দাবি উঠেছিলো ২০১০ সাল থেকে। দাবিটির গুরুত্ব বিবেচনা করে ২০১১ সালে বিশ্ববিদ্যালয়টি স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে চাটগাঁর সংবাদ পত্রিকার (১১তম বর্ষ ২৮তম সংখ্যা) প্রকাশিত প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

বাংলা ভাষা কিংবা চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য নিয়ে যারা পড়াশোনা ও গবেষণা করেছেন তাদের অনেকের মধ্যে পুরোনো সেই পণ্ডিতবিহারের লোকেশন নিয়ে দ্বিমত থাকলেও পণ্ডিতবিহারটি বিলুপ্ত হওয়ার বিষয়ে এবং নতুন আরেকটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কোনো মতানৈক্য নেই।

উচ্চ শিক্ষার্জনে বাংলাদেশে যত বেশি মানসম্মত সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে শিক্ষার্থী এবং জাতি সে সুফল ভোগ করবে। তাই এ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা কেবল পরিকল্পনায় সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন জরুরি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর