হরতাল-অবরোধে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে ক্লাস চলমান থাকবে: নুরুল আবছার


অনলাইন ডেস্কঃ হরতাল-অবরোধে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে ক্লাস চলমান রাখার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি আলহাজ নুরুল আবছার চৌধুরী।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও সার্বিক অগ্রগতির লক্ষ্যে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ তিনি এ আহ্বান জানান।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথির নুরুল আবছার চৌধুরী বলেন, ‘ক্লাসে নিয়মিত
উপস্থিতি নিশ্চায়নের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় ভাল ফলাফল সম্ভব। কাঙিক্ষত ফলাফলের লক্ষ্যে ইংরেজি ও আইসিটি বিষয়ে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এমন কি হরতাল অবরোধেও রীতিমতো ক্লাস চলমান
থাকবে। ক্লাসে উপস্থিত হতে না পারলে ছাড়পত্রের মাধ্যমে অন্যত্র বদলির ব্যবস্থা করা যাতে পারে।’

তিনি আরো জানান, ‘টাকার অভাবে এখনও যারা এইচএসসিতে ভর্তি হতে পারেনি তাদের জন্য কারিগরি শাখায় ফ্রিতে ভর্তির ব্যবস্থা করা হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কাদেরের সভাপতিত্বে অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির
সদস্য মো. আব্দুল মান্নান, অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াছ, মো. রকিবুল হক দিপু, মোহাম্মদ কামাল উদ্দিন, নজরুল ইসলাম। অনুষ্ঠানে অভিভাবকের পক্ষে বক্তব্য রেখেছেন মাস্টার রেজাউল করিম ও মোহাম্মদ ইসমাইল প্রমুখ।


Related posts

টোল পরিশোধ করে টানেল পাড়ি দিলেন প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

স্যামসাংয়ের ঈদ ক্যাম্পেইন ‘জমজমাট খুশির হাট’

Chatgarsangbad.net

চন্দনাইশের বরকলে ওডেব’র নারী দিবস পালন

Chatgarsangbad.net

Leave a Comment