চন্দনাইশ সমিতি-ঢাকার ত্রাণ বিতরণ


চন্দনাইশ সংবাদদাতা:

চন্দনাইশের বরমা ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যাদুর্গতদের মাঝে চন্দনাইশ সমিতি-ঢাকার সৌজন্যে সম্প্রতি ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ তদারকি করেন সমিতির সভাপতি আলহাজ্ব আবু তাহের রাজু সিআইপি, সাধারণ সম্পাদক ব্যাংকার মোহাম্মদ আবদুল জব্বার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকান্দার হায়াত বাহাদুর। ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন সমিতির আজীবন সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, আহমদ নুর প্রমুখ। বরমা ইউনিয়ন ছাড়াও চন্দনাইশ ও দোহাজারী পৌরসভা এবং কাঞ্চনাবাদ, জোয়ারা, বরকল, বৈলতলী, সাতবাড়ীয়া, হাশিমপুর ও ধোপাছড়ি ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় কেশুয়া, আড়ালিয়া, বাইনজুরী, সেবন্দি, বরমা, মাইগাতা, চরবরমা, রাউলিবাগ, বাতাজুরি ইত্যাদি গ্রামের দুস্থ ও দুর্গতদের মাঝে চাল, ডাল, তৈল, আলু, পিঁয়াজ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সমিতির কর্মকর্তারা বলেন, সেবাই মানবতার প্রধান কাজ। মানুষের কল্যাণে মানুষকে এগিয়ে আসতে হয়। সমৃদ্ধ জাতি গড়তে সবাইকে দেশপ্রেমিক হতে হবে এবং একে অপরের সহযোগী হতে হবে।

“চন্দনাইশ সমিতি-ঢাকা” রাজধানী ঢাকার প্রতিষ্ঠান হলেও চন্দনাইশের তৃণমূল পর্যায়ে তাদের সেবা পৌঁছে দেয়। বিশেষ করে রমজান, পূজা-পার্বণ ও দূর্যোগে ত্রাণ বিতরণ, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত বৃত্তি প্রদান, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, স্মরণিকা প্রকাশ, মিলনমেলার আয়োজন, কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা ইত্যাদি গণমানুষের প্রশংসা কুড়িয়েছে।


Related posts

আজ বসছে ২০২৩ সালের প্রথম সংসদ অধিবেশন

Chatgarsangbad.net

চট্টলায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি লড়াই

Mohammad Mustafa Kamal Nejami

মিয়ানমারের ১৪ সেনা আশ্রয় নিয়েছে বাংলাদেশে

Chatgarsangbad.net

Leave a Comment