ছাত্রসেনা সিলেট জেলার উদ্যোগে ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


বিশেষ প্রতিনিধি: বর্বর ইসরাইলী ইহুদী সন্ত্রাসী কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমানের উপর হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদে ছাত্রসেনা সিলেট জেলার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ১৪ অক্টোবর (শনিবার) বাদে আছর ঐতিহাসিক কোর্ট পয়েন্টেস্থ কালেক্টর জামে মসজিদের সম্মুখে ফিলিস্তিনের পক্ষে সমর্থন করে, দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ছাত্রসেনা সিলেট জেলা শাখার সভাপতি আলী আকবর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন, বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক নুরুল হক চিশতি, ছাত্রসেনা সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সবুর ইমন, সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী শুভ, কুতুবউদ্দিন খন্দকার, আলী জাবের প্রমুখ। এসময় বক্তাগণ বলেন, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসে হামলা, মুসলমানদের উপর নির্বিচারে নির্যাতন এটা কখনো মেনে নিতে পারেনা বিশ্ব মুসলিম। আজ জাতিসংঘ নীরব ভূমিকা পালন করে প্রমাণ করেছে, তার বিশ্বমানবতার পক্ষে নয়, তারা মানবতা বিরোধী।

 


Related posts

বশেমুরবিপ্রবি’তে সেইভ ইয়ুথের নতুন কার্যকরী কমিটি গঠন।

Chatgarsangbad.net

ফেনীতে ভয়াবহ বন্যা: বিদ্যুৎ বিচ্ছিন্ন সাড়ে ৩ লাখ মানুষ

Md Maruf

Leave a Comment