পতেঙ্গায় জেলে পাড়া সৈকত পল্লী সামাজিক সংগঠনের আলোচনা সভা


জেলে পাড়া সৈকত পল্লী সামাজিক সংগঠনের আলোচনা সভা ৬ অক্টোবর (শুক্রবার )সন্ধ্যা ৭ টায় কাটগড় জেলেপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মিলন দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সু-কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ৪০ নম্বর ওয়ার্ডের মেম্বার মো.নেজাম, সাংবাদিক এস কে সাগর, শিক্ষিকা অনু রাণী শীল, নারী নেত্রী নুর নাহার বেগম মিনু ,আজালা জলদাস।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ- সভাপতি রতন দাস,যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত দাস,অর্থ সম্পাদক দুলাল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন দাস,ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গৌরাঙ্গ দাস,সহ-ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিলন দাস, দুর্জয় দাস,প্রচার সম্পাদক বাপ্পি দাস,সহ-প্রচার সম্পাদক হৃদয় দাস,দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক দিপক দাস, সহ-দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক কৃষাণ দাস,দপ্তর সম্পাদক ডালিম দাস,অজিত দাস,আপ্যায়ন বিষয়ক সম্পাদক নিতাই দাস,অজিত দাস,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রনদাস,টিপু দাস,বিধান দাস,শীতল দাস, সঞ্জয় দাস,নয়নদাস, কার্যকরি সদস্য প্রীতম রায়,বাঁধন দাস, হিমেল দাস,সৌরভ দাস প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, অবহেলিত জেলে পাড়ার উন্নয়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এখানকার দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা, সড়ক উন্নয়ন ও সড়কে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করার জন্য আমরা ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক কোম্পানির হস্তক্ষেপ কামনা করছি।


Related posts

‘মার্চ গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচি সফল করার আহ্বান রজায়ী হুজুরের

Chatgarsangbad.net

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জনগণের সঙ্গে জামায়াতের অঙ্গীকার

Mohammad Mustafa Kamal Nejami

শহীদ জিয়ার ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

Chatgarsangbad.net

Leave a Comment