Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

অবশেষে যান চলাচল উপযোগী বন্যাবিধ্বস্ত দোহাজারী-চাগাচর-ভোরবাজার সড়ক


মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ অবশেষে যান চলাচল উপযোগী হলো সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ দোহাজারী-চাগাচর-ভোরবাজার সড়ক।

সংস্কারের পর বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাস্তাটি সরজমিন পরিদর্শন করেছেন দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম। এসময় তার সাথে ছিলেন কাউন্সিলর মো. আব্দুল আজিজ মাসুম, সমাজসেবক মো. শামসুল হুদা, মো. আব্দুল হাফেজ, মোঃ নাছির কোম্পানি, মোঃ সেলিম, আব্দুল মান্নান চৌধুরী, নোমান রেজভী সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন চন্দনাইশে নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর, বাড়ছে সংকট

গত ৭আগস্ট থেকে ১১আগস্ট পর্যন্ত টানা চার দিন অবিরাম মুষলধারে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে সৃষ্ট বন্যায় চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সদর থেকে চাগাচর হয়ে ভোর বাজার পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল। ১১আগস্ট বন্যার পানি নেমে যাওয়ার পর রাস্তাটি ভেসে উঠলে বিধ্বস্ত রূপ দেখা যায়। তিন কিলোমিটার রাস্তার ১১টি অংশে পিচ ও ইটের খোয়া সরে গিয়ে পুকুর ও খাল সাদৃশ্য বড় বড় গর্ত তৈরি হয়। ফলে রাস্তাটি দিয়ে যান চলাচল দূরে থাক পায়ে হেঁটে চলাচল করাও দুঃসাধ্য হয়ে পড়েছিলো।


Related posts

আজ পবিত্র আখেরি চাহার শোম্বা

Saddam Hossain

চন্দনাইশে দুর্নীতিবিরোধী দিবস পালন

Chatgarsangbad.net

চট্টগ্রামে ৪ দিনব্যাপী রিয়েল এস্টেট ও ফার্নিচার মেলা শুরু বৃহস্পতিবার

Chatgarsangbad.net

Leave a Comment