Hom Sliderবাংলাদেশ

যেভাবে ৩ কোটি টাকার লটারি জিতলেন তিনি


প্রবাসী ডেস্কঃ চাকরির সুবাদে বর্তমানে সৌদি আরবের দাম্মামে থাকেন বাংলাদেশের শাহিন। সৌদি প্রবাসী এই বাংলাদেশি লটারি জিতে রাতারাতি বনে গেছেন কোটিপতি।

৩১ বছর বয়সী শাহিন একটি বেসরকারি ঠিকাদারী সংস্থার জন্য কাজ করেন। প্রায় এক বছর আগে ফেসবুকের মাধ্যমে আরব আমিরাতের লটারি সম্পর্কে জানতে পারেন তিনি। এরপর থেকেই মাহজুজ লটারিতে অংশ নিচ্ছেন।

লটারি জয়ের ই-মেইল পাওয়ার পর প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না শাহিন। আশ্চর্যজনক খবরটি যাচাই করার জন্য তিনি তার মাহজুজ অ্যাকাউন্টে লগ ইন করেন। সেখানে তিনি ১ মিলিয়ন আমিরাতি দিরহামের (দুই কোটি ৯৮ লাখ ৯৫ হাজার টাকার বেশি) বিশাল অংক দেখতে পান। খবর খালিজ টাইমস।

আরও পড়ুন রেমিট্যান্সের প্রতি ডলারে প্রণোদনা পাবেন প্রবাসীরা

শাহিন বলেন, ‘আমি লটারি বিজয়ী হয়েছি বুঝতে পেরে একেবারে হতবাক এবং বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। আমার মাহজুজ অ্যাকাউন্টে বিশাল অংকের অর্থ দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এবারই প্রথম আমি নিজের অ্যাকাউন্টে এতগুলো শূন্য দেখেছি। এত বিশাল অংকের অর্থ জয় আমাকে অবিশ্বাস্য রকমের কৃতজ্ঞ করে তুলেছে। ’

এই খবর তিনি বাংলাদেশে থাকা পরিবারের কাছে তাৎক্ষণিক পৌঁছে দেন। জীবন বদলে দেওয়া এই লটারি জয়ের কথা শুনে পরিবারের সদস্যরাও আনন্দিত।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Related posts

প্রাথমিকের শিক্ষক নিয়োগ: রেজাল্ট ১৪ ডিসেম্বর

Chatgarsangbad.net

ভোটার উপস্থিতি বেশ ভালো: মহিউদ্দিন বাচ্চু

Chatgarsangbad.net

বাংলাদেশে আসবেন সৌদি যুবরাজ

Chatgarsangbad.net

Leave a Comment