Hom Sliderবাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, জেনে নিন পূর্বাভাস


অনলাইন ডেস্কঃ উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলের লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) আগামি তিন দিনের পূর্বাভাস জানিয়েছে।

আরও পড়ুন দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপটির কারণে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশের ওপর মৌসুমি বায়ূ সক্রিয় রয়েছে। এতে চট্টগ্রামসহ খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

চট্টগ্রামসহ অন্যান্য বিভাগে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে দেশের উত্তরাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন চট্টগ্রামে বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা, আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন বৈরি আবহাওয়ার কারণে সেন্টমার্টিন থেকে ফিরিয়ে আনা হচ্ছে পর্যটকদের

লঘুচাপটির প্রভাবে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


Related posts

কর্ণফুলী দক্ষিণ শিকলবাহা গাউছিয়া সুন্নিয়া যুবসংঘের ১৪তম ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপিত

Saddam Hossain

কুড়াহার দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তি স্থাপন

Chatgarsangbad.net

ঢাকা আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হচ্ছে ২৫২ চলচ্চিত্র

Chatgarsangbad.net

Leave a Comment