Hom Sliderবাংলাদেশ

লক্ষ্মীপুরের সাবেক অধ্যক্ষ ও সাংসদ চৌধুরী খুরশিদ আর নেই


অনলাইন ডেস্কঃ লক্ষ্মীপুর কলেজের সাবেক অধ্যক্ষ ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সাংসদ চৌধুরী খুরশিদ আলম (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে জানাজা শেষে পৌর শহরের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

খুরশিদ আলমের মৃত্যুতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান গভীর শোক প্রকাশ করেছেন।

খুরশিদ আলম লক্ষ্মীপুর কলেজের (সরকারি কলেজ) সাবেক অধ্যক্ষ ও লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি।
১৯৮৬-৯০ সাল পর্যন্ত জাতীয় পার্টি থেকে তিনি লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরী ও টাউন হলের সাবেক সভাপতি।

পরিবার সূত্র জানায়, খুরশিদ আলম সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের মদিন উল্যাহ বটু চৌধুরীর বড় ছেলে। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন তিনি মারা যান। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তথ্যসূত্র: যুগান্তর


Related posts

আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করলেন শেখ হাসিনা

Chatgarsangbad.net

চট্টগ্রামে এবারও বিজয় দিবস মিউনিসিপ্যাল স্কুল প্রাঙ্গণে

Chatgarsangbad.net

ডিজিটাল থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশের পথে: প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

Leave a Comment