Hom Sliderবাংলাদেশ

ফান্সের প্রেসিডেন্ট যে কারণে আজ আসছেন বাংলাদেশে


অনলাইন ডেস্কঃ গুরুত্বপূর্ণ কয়েকটি চুক্তি, সমঝোতা স্মারক সই এবং দেশের ও বিশ্বের চলমান বেশকিছু সংকট নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

তার সফরকালে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ, এয়ার ক্রয় ও স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নে সহযোগিতা এই তিনটি চুক্তি হতে পারে। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসন সংকটসহ বিভিন্ন ইস্যুতে তার সাথে আলোচনা হবে।

দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনও যোগ দিয়েছেন তিনি। সম্মেলনে শেষে তিনি বাংলাদেশে আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট আসার কয়েক ঘণ্টা আগেই ঢাকা পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, অনেক দেশের শীর্ষ নেতারা জি-২০ সম্মেলনে ভারতে এসেছেন। সেই সুযোগে তারা আমাদের দেশে আসার একটা উদ্যোগ নিয়েছেন। আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। তবে ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছিলেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকায় এলে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইত্যাদি ইস্যুতে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি জানতে আগ্রহী ম্যাক্রোঁ। একইসঙ্গে ঢাকা শহরের রূপও তিনি দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তাই সরকারিভাবে গতানুগতিক সফরের বাইরেও ভিন্নভাবে প্রস্তুতি চলছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট সফরের দ্বিতীয় দিন সকালে ধানমন্ডি লেক পরিদর্শন করবেন। লেক এলাকা ঘুরে দেখবেন।

উল্লেখ্য, তিন দশক পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফরে আসছেন। ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা ঢাকা সফর করেছিলেন।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Related posts

চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো সেক্টর কমান্ডার্স ফোরাম

Chatgarsangbad.net

জমকালো আয়োজনে এইচটি বাংলার ৩য় বর্ষপূর্তি পালিত

Chatgarsangbad.net

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিকট দায়িত্ব হস্তান্তর

Chatgarsangbad.net

Leave a Comment