চাকরি ডেস্কঃ মোস্তফা গ্রুপ অফ ইন্ড্রাস্টিসে ব্র্যান্ড প্রোমোটার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
খালি পদঃ নির্দিষ্ট নয়
জব কনটেক্সটঃ মোস্তফা গ্রুপ অফ ইন্ডাষ্ট্রিজ বাংলাদেশের একটি স্বনামধন্য এবং সু-প্রতিষ্ঠিত কোম্পানী। আমাদের কোম্পানী ১৯৫২ সাল থেকে সফলতার সাথে বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছে । আমাদের ব্যবস্থাপনা ও মার্কেটে আমাদের পণ্যের অবস্থান আরও শক্তিশালী করতে কিছু সংখ্যক ব্র্যান্ড প্রমোটার (মেয়ে) প্রয়োজন,
যাদের নিম্নলিখিত কাজের ক্ষমতা/যোগ্যতা রয়েছেঃ
চাকরির দায়িত্বসমূহঃ মার্কেটে মোস্তফা ব্র্যান্ডের পণ্য প্রচার ও প্রসার করা।
নিয়মিত মার্কেটে যাতায়াত করা।
আরও পড়ুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
নতুন গ্রাহক সংগ্রহ করা/অর্ডার নেওয়া/গ্রাহকের তথ্যাদি সংগ্রহ করা। কোম্পানীর পণ্য সম্পর্কে ধারণা/জ্ঞান রাখা। কোম্পানীর পণ্য সংক্রান্ত তথ্য দিয়ে গ্রাহকদের সাহায্য করা। মার্কেটে প্রতিযোগী পণ্য এবং বাজারের অবস্থান সম্পর্কে ধারণা রাখা ইত্যাদি।
চাকরির ধরনঃ ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতাঃ এস.এসসি পাস/সমমান।
আরও পড়ুন স্নাতক পাসে চাকরির সুযোগ দিচ্ছে হোটেল রেডিসন ব্লু
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহঃ বয়স ১৮ থেকে ৩০ বছর
শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন
অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অবশ্যই সৎ, আন্তরিক, সময়ানুবর্তিতা এবং নিয়মানুবর্তিতা সম্পন্ন হতে হবে। চাপের মধ্যে কাজ করার ক্ষমতা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। সুন্দর বচন ভঙ্গি ও সাবলিল উপস্থাপনায় পারদর্শী হতে হবে। সর্বোপরী কঠোর পরিশ্রমী/উদ্যোমী হতে হবে।
কর্মস্থলঃ চট্টগ্রাম
বেতনঃ আলোচনা সাপেক্ষ
কোম্পানীর সুযোগ সুবিধাদিঃ ট্রান্সপোর্ট অ্যালাউন্স, মোবাইল বিল।বিস্তারিত জানতে আগ্রহীরা এই লিঙ্কে ক্লিক করুন।
তথ্যসূত্র: বিডিজবস.কম অনলাইন জব পোস্টিং
Leave a Reply