Hom Sliderবাংলাদেশ

সাসটেইনেবল রেটিংয়ে সেরা ব্যাংকের তালিকায় প্রাইম ব্যাংক


অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল রেটিং ২০২২-এ সেরা ব্যাংকের তালিকায় স্থান পেয়েছে প্রাইম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর আব্দুর রউফ তালুকদার প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদের কাছে এই প্রশংসাপত্র হস্তান্তর করেন। এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাসটেইনেবল ফাইন্যান্স ইনডিকেটর, গ্রিন রিফাইন্যান্স, সিএসআর এবং কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি সূচকের উপর ভিত্তি করে বাংলাদেশ ব্যাংক এই রেটিং প্রদান করেছে।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, ‘আমরা সবসময় সাসটেইনেবলভাবে আমাদের সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছি। জাতিসংঘের এনভায়রনমেন্টাল প্রোগ্রাম নেট জিরো ব্যাংকিং অ্যালায়েন্সের সদস্য হিসেবে আমরা আমাদের সকল উদ্যোগে সাসটেইনেবিলিটি বজায় রাখি। আমরা বাংলাদেশ ব্যাংককে তাদের অব্যাহত সহায়তা ও নির্দেশনার জন্য ধন্যবাদ জানাই।’

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন


Related posts

উখিয়া র‌্যাবের অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

Md Maruf

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ আর নেই

Chatgarsangbad.net

পেঁপে চাষে ইউপি চেয়ারম্যানের সফলতা

Chatgarsangbad.net

Leave a Comment