Hom Sliderবাংলাদেশ

আইভী রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ, সমাধিতে আ.লীগের শ্রদ্ধা


অনলাইন ডেস্কঃ ২০০৪ সালের একুশে আগস্ট নারকীয় হামলায় প্রাণ হারানো আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ।

বৃহস্পতিবার বনানী কবরস্থানে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে দলের পক্ষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পরে সাংবাদিকদের কাছে তিনি একুশে আগস্টের গ্রেনেড হামলাকে সুপরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, তারেক রহমানের নির্দেশেই চালানো হয় একুশে গ্রেনেড হামলা। হরকাতুল জিহাদ ছিল কিলিং এজেন্ট। তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ ছিল শেখ হাসিনাকে হত্যা করার। শেখ হাসিনা ছিলেন প্রাইম টার্গেট।

ওবায়দুল কাদের বলেন, যারা হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির সঙ্গে জড়িত, তাদের সঙ্গে গণতান্ত্রিক শক্তির সহাবস্থান করার সুযোগ আছে কিনা তা নিয়ে দেশবাসীর কাছে প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনের কোনো বস্তুগত পরিস্থিতি দেশে বিরাজমান নেই। বিএনপির আন্দোলনে সুনামি হবে না—এটাই স্বাভাবিক।

ক্ষমতার মুলা ঝুলিয়ে নেতাকর্মীদের মাঠে নামিয়েছিল বিএনপি। আন্দোলনের নামে পিকনিক পার্টি করেছে। আন্দোলনের জন্য সাবজেক্ট ও অবজেক্ট লাগে। কিন্তু বিএনপির এর কিছুই ছিল না। তাদের আন্দোলন নেতাকর্মী নির্ভর। জনগণের অংশগ্রহণ ঘটাতে পারেনি। জনগণ ছাড়া গণআন্দোলন হয় কীভাবে?

তথ্যসূত্র: যুগান্তর


Related posts

বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

Chatgarsangbad.net

১৪ লাখ মানুষের কর্মসংস্থান হবে বঙ্গবন্ধু শিল্পনগরে

Chatgarsangbad.net

চসিকের ৭ কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চেয়ে চিঠি

Chatgarsangbad.net

Leave a Comment