আজ ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

পটিয়ায় পুকুরে ২ শিশুর মৃত্যু, উদ্ধার ১


ফারুকুর রহমান (বিনজু), পটিয়াঃ পটিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোবিন্দার খীল তালতলা চৌকি ধোপা পুকুরপাড়
এলাকায় মর্মান্তিক এ ঘটনায় ডুবতে যাওয়া আরেকটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-সহোদরা রিমা আকতার (১০) ও সুবর্ণা আকতার (৭)। তাদের পিতা মোহাম্মদ সেলিমের নিজ বাড়ি কুমিল্লা জেলার লাকসামে। তিনি পটিয়াতে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। তার মেলামাইন কোকারিজ ব্যবসা রয়েছে।

পৌরসভার ৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন আজাদ জানান, ‘একই পরিবারের দুই মেয়ে দুপুরের পানিতে ডুবে মারা গেছে। এসময় সুমি আকতার (১২) নামে একটি শিশুকে এলাকাবাসীরা জীবিত উদ্ধার করে।

উপজেলা হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক দুই শিশুর মৃত্যু নিশ্চিত করেছে। অপর দিকে একজন সুস্থ রয়েছে বলে জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর