
নিজস্ব প্রতিবেদক
বন্যায় কবলিত মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ। উপজেলার বিভিন্ন অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। সে সময় ঘরে বসে না থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে বন্যা কবলিত প্রতিটা গ্রামে গ্রামে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ত্রাণ নিয়ে দাঁড়িয়েছেন চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলমগীরুল ইসলাম এর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ- আপ্যায়ন বিষয়ক সম্পাদক, মোহাম্মদ ফারুক উদ্দিন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, মাসুদ চৌধুরী, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাউছার আলম রিফাত, উপজেলা ছাত্রলীগ নেতা যথাক্রমে জমির উদ্দিন সাগর,মোরশেদ আলম,মীর সাদ মাহমুদ,রাশেদ মোহাম্মদ ওবায়দুল ইসলাম,ফারুক, মেমো,ইমতিয়াজ,সাব্বির হোসাইন নয়ন,আমিনুল হক,মিনহাজ, আহাদ, সাঈদ,মুশফিক প্রমুখ।
এ সময় ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলমগীরুল ইসলাম বলেন,তারা উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা বরকল, বরমা, চন্দনাইশ পৌরসভার বিভিন্ন এলাকা, বৈলতলী, সাতবাড়ীয়া, হাশিমপুর,জোয়ারা, কাঞ্চননগর, ধোপাছড়ি ও দোহাজারী পৌরসভার জামিরজুরি, দিয়াকুল, চাগাচরসহ বিভিন্ন এলাকায় ধারবাহিকভাবে সবার কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিবে।
