Hom Sliderবাংলাদেশ

বান্দরবানে বিপদসীমার ১৪ মিটার ওপরে সাঙ্গু নদীর পানি


চাটগাঁর সংবাদ ডেস্কঃ বান্দরবানে সাঙ্গু নদীর পানি বিপদসীমার ১৪ দশমিক ৮০ মিটার ওপরে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

বুধবার (৯ আগস্ট) পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেয়া তথ্যানুযায়ী, দেশের নদ-নদী সমুহের ১০৯টি পয়েন্টের মধ্যে ৭০টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে এবং ৩৮টি পয়েন্টে পানি হ্রাস পেয়েছে।

চট্টগ্রামের দোহাজারী পয়েন্টে শঙ্খ নদীর পানি ৬ দশমিক ৫৫ মিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

পাউবো বলছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার প্রধান নদী মুহুরী, ফেনী, হালদা, কর্ণফুলী, সাঙ্গু এবং মাতামুহুরীর পানি কমতে শুরু করেছে। পূর্বাভাস কেন্দ্র আরো জানায় আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও বান্দরবান জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।

তথ্যসূত্র: বাসস


Related posts

সীতাকুণ্ড মেলা কমিটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ ও সম্মাননা প্রদান

Chatgarsangbad.net

বিএনপির প্রচার সম্পাদককে গভীর রাতে তুলে নিয়ে গেলো পুলিশ

Chatgarsangbad.net

কুরবানির বর্জ্য অপসারণে সুনাম ধরে রাখতে চায় চসিক

Chatgarsangbad.net

Leave a Comment