
মো.ইকবাল হোসেন, সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত ও চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত আসন-৫ এর সদস্য ও বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুরাইয়া খানম লিলির আগমনে ফুলেল শুভেচছা ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৮ জুলাই) উপজেলার কেরানীহাটের একটি ক্লাবে সাতকানিয়া মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনজুমান আরা, সহ-সভাপতি মমতাজ বেগম, বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাবু তাপস দত্ত, পুরাণগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুরানগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাবুল হক শিকদার, সাতকানিয়া উপজেলার ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলী, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক দিনার মাহামুদ ফারুক, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও মহিলা সদস্য বৃন্দ এবং মহিলা লীগ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
