Hom Sliderচট্টগ্রাম

আগ্রাবাদে জামায়াত-শিবিরের হামলা, আটক ২১


অনলাইন ডেস্ক

আগ্রাবাদের চৌমুহনী এলাকায় জামায়াত-শিবিরের হামলায় পুলিশ সহ অন্তত ৪ জন আহত হয়েছেন। এ সময় তারা পুলিশের একটি ভ্যান সহ দুটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে আটক করে জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীকে।

শুক্রবার (২৮ জুলাই) জুমার নামাযের পর ডবলমুরিং থানার চৌমুহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে আগ্রাবাদ থেকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি চৌমুহনী এলাকায় এলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা ইট-পাটকেল ছুড়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় ও পুলিশের একটি গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

চট্টগ্রাম নগর পুলিশের (পশ্চিম জোন) উপ কমিশনার মো. জসিম উদ্দিন বলেন, জামায়াত-শিবিরের হামলায় ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মুকুল চাকমার গাড়িটি ভাঙচুর করা হয় এবং তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

তিনি আরও বলেন, এসময় ঘটনাস্থল থেকে ২১ জন জামায়াত শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

 


Related posts

বিচারপতি গোলাম রাব্বানী ছিলেন আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র : প্রধান বিচারপতি

Chatgarsangbad.net

চলতি মাসে আরেকটি ঘুর্নিঝড়ের আশঙ্কা

Chatgarsangbad.net

চন্দনাইশে গাউসিয়া কমিটি জোয়ারা ইউনিয়ন শাখার ইফতার মাহফিল সম্পন্ন

Chatgarsangbad.net

Leave a Comment