Hom Sliderবাংলাদেশ

রাঙামাটিতে ৩১ বছর পর ধর্ষণ মামলার ২ আসামির কারাদণ্ড


চাটগাঁর সংবাদ ডেস্ক: ১৯৯১ সালের একটি ধর্ষণ মামলায় অভিযুক্ত দুই আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ জুলাই) দুপুরে রাঙামাটি বিশেষ টাইব্যুনাল আদালত নং-১ এর বিচারক সহিদুল ইসলাম এ রায় দিয়েছেন। রায়ে একই সঙ্গে দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা এবং টাকা দেয়ায় ব্যর্থ হলে আরো ১ বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো, রাঙামাটি সদর উপজেলার কোতোয়ালি থানাধীন পুরাতন বস্তি এলাকার মো. ইউসুফ ও লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের মো. ছিদ্দিক মিয়া। এদের মধ্যে ছিদ্দিক মিয়া পলাতক রয়েছেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ২০ নভেম্বর একটি সাম্পানে করে রিজার্ভ বাজার থেকে চক্রপাড়া ফেরার পথে আরেকটি সাম্পান দিয়ে ভুক্তভোগীর পথ অবরোধ করে দুই আসামি। পরে কাপ্তাই হ্রদে সাম্পানের মধ্যে আসামিরা তাকে ধর্ষণ করে।

মামলার আদেশে আদালত বলেছেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দোষী সাব্যস্ত করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ হল। একই সঙ্গে তাদের ২০ হাজার করে জরিমানাও করা হয়। জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডেরও আদেশ দেয়া হয়।

কারাবাসে থাকা আসামি মো. ইউসুফকে সাজা পরোয়ানামূলে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়ে পলাতক আসামিকে গ্রেফতারের পরোয়ানা ইস্যু করার নির্দেশ দিয়েছেন আদালত।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম। ভুক্তভোগী ন্যায় বিচার পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যসূত্র: বণিক বার্তা


Related posts

টানা তৃতীয় মেয়াদে শপথ নিয়ে ইতিহাস গড়লেন মোদী

Chatgarsangbad.net

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা

Chatgarsangbad.net

সাতকানিয়ায় অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিচ্ছে পরিবেশ অধিদপ্তর

Chatgarsangbad.net

Leave a Comment