চসিকের অর্থায়নে সংস্কার হচ্ছে বহদ্দারহাট মসজিদ


নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বহদ্দারহাট জামে মসজিদের সংস্কারকাজ উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

শুক্রবার (১৪ জুলাই) জুমার নামাজের পর মুসল্লিদের নিয়ে চসিকের অর্থায়নে মসজিদের ১ কোটি ৬৩ লাখ টাকার এ উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

মেয়র বলেন, মসজিদ আল্লাহর ঘর এবং পবিত্রতম স্থান। সুন্দর পরিবেশে অজু ও নামাজ আদায় করতে পারলে আমাদের মনও সুন্দর প্রফুল্ল হয়। মসজিদের অসম্পূর্ণ উয়ন্ননকাজ সম্পূর্ণ হলে এলাকার মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের পাশাপাশি ইসলামি জ্ঞান অর্জনের সুযোগ পাবে।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর এম আশরাফুল আলম, মো. এসরারুল হক, চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহীন উল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আবু সিদ্দিক, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর প্রমূখ।


Related posts

মহেশখালীতে হত্যা,অস্ত্রসহ ১২ মামলার পলাতক আসামি গ্রেফতার

Md Maruf

পটিয়ায় ইউনিয়ন ব্যাংকেরগ্রাহক সমাবেশ ও ইফতার মাহফিল

Chatgarsangbad.net

মহেশখালীতে ঘূর্ণিঝড় ‘রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ

Chatgarsangbad.net

Leave a Comment