চট্টগ্রাম

ধলঘাটা ইউপি নির্বাচন: ত্রিমুখী লড়াইয়ে আভাস


কাইছারুল ইসলাম, মহেশখালী (কক্সবাজার)

দীর্ঘ অপেক্ষার পর আগামী ১৭ জুলাই ধলঘাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। কক্সবাজার জেলার মহেশখালীর অন্যতম দ্বীপ ইউনিয়ন ধলঘাটা। যেখানে চলমান রয়েছে সরকারের মেঘা প্রকল্প সমূহ।সরকারি উন্নয়ন কর্মযজ্ঞের সুবাধে ইউনিয়নটি এখন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনকে কেন্দ্র করে ধলঘাটায় এখন চলছে নির্বাচনী আমেজ।এক কাপ চায়ের কাপেও নির্বাচনের আলোচনা। কে হচ্ছেন আগামী ধলঘাটার অভিভাবক? এমন প্রশ্ন জনমনে! তবে ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে শঙ্কা।সবকিছু ঠিক থাকলে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান ভোটাররা। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী নয়জন। সংরক্ষিত আসনের মহিলা – ১৯ জন ও সাধারন সদস্য পুরুষ – ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধলঘাটা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯,৮৯৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫,৪১৪ এবং নারী ভোটার ৪,৪৮৫ জন। ৯ টি ওয়ার্ডে মোট ভোট কেন্দ্র ৯ টি এবং ভোটার কক্ষ ২৮ টি। ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মূল নির্বাচন হবে তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে। এর মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু (নৌকা),কামাল উদ্দীন (চশমা), ও বর্তমান চেয়ারম্যান কামরুল হাসান (মোটরসাইকেল)। এদের কোন একজন নির্বাচিত হবেন বলে ধারণা করছেন ভোটাররা।তবে কামাল জনপ্রিয়তার শীর্ষে বলে জানা যায়। আধুনিক মডেল ইউনিয়ন করাসহ নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা কর্মী-সমর্থকসহ হাট-বাজার এবং ভোটারের বাড়ি বাড়ি যাচ্ছেন। চায়ের কাপে জমে উঠছে নির্বাচনি আমেজ। অনেক প্রার্থী নির্বাচনি বিশাল শোডাউন করে তাঁদের ভোট ব্যাংক জানান দিয়ে গণসংযোগে রাতদিন ব্যস্ত সময় পার করছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২জন বিদ্রোহী প্রার্থী থাকায় নির্বাচনী মাঠে চাপা উত্তেজনা বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়,নির্বাচনী আমেজে মেতে উঠেছে ধলঘাটা।ডজন খানেক প্রার্থী থাকলেও বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত নৌকার মাঝি আহসান উল্লাহ বাচ্চু এবং বিদ্রোহী প্রার্থী কামাল উদ্দিন চশমা মার্কার কথা বেশি শুনা যাচ্ছে।প্রত্যেকেই জয়ের ব্যাপারে আশাবাদী হলেও মূলত নৌকার মাঝি আহসান উল্লাহ বাচ্চু আর বিদ্রোহী প্রার্থী কামাল উদ্দিন চশমা মার্কার মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। এ বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী আহসান উল্লাহ বাচ্চুর সাথে মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন না ধরায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সাধারণ ভোটাররা আমার পক্ষে রয়েছেন দাবি করে চশমা প্রতীকের প্রার্থী কামাল হোসেন বলেন, ‘নির্বাচিত হতে পারলে মানুষ আমাকে সবসময় কাছে পাবেন। ধলঘাটার বাসিন্দারা সঠিকভাবে তাদের সেবা পাবেন। উন্নয়নমূলক কাজসহ সবাই ন্যায্য অধিকার ফিরে পাবেন। আমার বিশ্বাস, সাধারণ ভোটার ও সচেতন মহল আমাকে একটিবার কাজ করার সুযোগ দেবেন।

এদিকে সাবেক চেয়ারম্যান কামরুল হাসান (মোটর সাইকেল) বলেন,আমি এলাকায় যথেষ্ট উন্নয়ন করেছি।আমার বিশ্বাস সাধারণ মানুষ আবারো আমাকে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিবেন। এক প্রশ্নে ধলঘাটা প্রধান সড়কের কথা জিজ্ঞেস করলে তিনি জানান,সড়কটি ইতোমধ্যে টেন্ডার হয়ে গেছে,আগামী কয়েক মাসের মধ্যে কাজ শুরু হবে বলে ধারণা করেন তিনি। নির্বাচনে বিশৃঙ্খলা হওয়ার শঙ্কা নিয়ে জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল জানান,শতভাগ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। সুষ্ঠু নির্বাচনের জন্য বিজিবি,র্যাব,পুলিশ বাহিনীর সদস্যরা সবসময় নিয়োজিত থাকবে।কোন ভয়ভীতি ছাড়া নিজ নিজ পছন্দের প্রার্থীদের ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য তিনি ভোটারদের আহবান জানান।


Related posts

অবৈধ দখল উচ্ছেদে চসিকের অভিযান অব্যাহত

Chatgarsangbad.net

কর্ণফুলীতে জায়গার বিরোধে ছুরিকাঘাত : আহত ২

Shahidul Islam

জামালখানের নর্দমায় শিশুর বস্তাবন্দি মরদেহ

Chatgarsangbad.net

Leave a Comment