চট্টগ্রাম

কাঞ্চনা উন্মুক্ত পাঠাগারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক 

বিগত ৩০ জুন কাঞ্চনা উন্মুক্ত পাঠাগারের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করা হয়। যেখানে এ.কে.বি.সি. ঘোষ ইনষ্টিটিউট, কাঞ্চনা বালিকা উচ্চ বিদ্যালয়, এন. এ. চৌধুরী উচ্চ বিদ্যালয়, কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদরাসা, দারুল ইহসান ইসলামিক সেন্টার এর মোট ৮৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী ও বই পড়ায় উৎসাহিত করার লক্ষ্যে বই উপহার দেওয়া হয়৷

মারুফ হাসান ওয়াহেদের সঞ্চালনায় ও পাঠাগারের উদ্যোক্তা ও সাবেক সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিশেষজ্ঞ ডাঃ এয়াকুব হোসেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম, সরকারী মুসলিম হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, কাঞ্চনা উন্মুক্ত পাঠাগারের সাবেক সভাপতি বেলাল উদ্দিন, কাজী সাঈদ ও আব্দুল হামিদ সহ সংগঠনের বর্তমান ও প্রাক্তন নের্তৃবৃন্দ ও সদস্যবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী কাঞ্চনা ইউনিয়নে এতদঞ্চলের তরুন, যুবা, সাধারণ এর মাঝে পাঠ অভ্যাস ও সমাজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় কাঞ্চনা উন্মুক্ত পাঠাগার।

প্রতিষ্ঠালগ্ন থেকে এই প্রতিষ্ঠান গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ,মেডিকেল ক্যাম্প, বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় , বৃক্ষরোপণ কর্মসূচি, খতনা ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থেকেছে এই পাঠাগার ।

অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন মরহুম এযাহার মিয়া ফাউন্ডেশন এর চেয়্যারম্যান সাইফুল ইসলাম ও পাঠাগারের শুভাকাঙ্খী এবং সকল সদস্যবৃন্দ।


Related posts

চট্টগ্রামে আরেক হত্যা মামলায় গ্রেপ্তার ফজলে করিম-নদভী-লতিফ

Saddam Hossain

কাপ্তাই হ্রদ থেকে একজনের মরদেহ উদ্ধার

Saddam Hossain

বাঁশখালীর দারুত তাক্বওয়া আল ইসলামিয়া মাদ্রাসায় বই বিতরণ

Chatgarsangbad.net

Leave a Comment