চট্টগ্রাম

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পটিয়ায় ছুরিকাঘাতে আহত-১


ফারুকুর রহমান বিনজু পটিয়া

সিগারেট খাওয়া নিয়ে চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে মো.আজাদ হোসেন (১৮) নামের এক যুবককে আহত করা হয়েছে। সেই পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড মো.সেলিম হোসেনের পুত্র। বৃহস্পতিবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় এ ঘটনা ঘটে । এ ঘটনায় মো. তৌকির (২৩) নামের এক যুবককে আটক করা হয়েছে।

স্হানীয় সুত্রে জানা গেছে, সিনিয়র ও জুনিয়র বন্ধুদের উপস্থিতিতে সিগারেট খাওয়া নিয়ে গত তিন দিন আগে বাকবিতন্ডা হয়। এর জের ধরে বৃহস্পতিবার বিকালে অতর্কিত ভাবে আজাদকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানিয়েছেন, ছুরিকাঘাতের রক্তাক্ত করার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


Related posts

২০ জেলে’কে আরাকান আর্মি’র কবল থেকে ফিরিয়ে আনলো বিজিবি

Chatgarsangbad.net

দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে এপেক্স ক্লাব অব বান্দরবান

Chatgarsangbad.net

পটিয়া ভাটিখাইন মাদরাসা সভা-শিক্ষার্থীদের শিক্ষাউপকরণ ও বিপর্যস্তদের মাঝে ছাগল বিতরণ

Chatgarsangbad.net

Leave a Comment