চট্টগ্রাম

চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্ট গরু রক্ষা করতে গিয়ে প্রাণ গেল ছাত্রেরও


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশ উপজেলায় ছেড়া তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট একটি গরু বাঁচাতে গিয়ে কলেজছাত্র মো: হাসান (২০)’রও করুন মৃত্যু ঘটেছে।

১৪ মে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কাঞ্চনাবাদ রৌশনহাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থী একই এলাকার দীঘির পাড়ের মো: আলীর ছেলে। তিনি এইচ এসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, সড়ক পথে আসার সময় একটি গরু বিদুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকে। এ সময় ওই শিক্ষার্থী গরুটাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তাকে গুরুতর অবস্থায় পটিয়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানের তার লাশ দাফন করা হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


Related posts

পটিয়ায় ডিগ্রির শিক্ষার্থী রাসেল ৫দিন ধরে নিখোঁজ

Saddam Hossain

হাটহাজারীতে চার দিনব্যাপী জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ কর্মশালা

Chatgarsangbad.net

গাছবাড়ীয়ায় উপজেলা মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন

Chatgarsangbad.net

Leave a Comment