আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরকলে সাঙ্গ হলো একেএম নাজিম ফুটবল টুর্নামেন্ট


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে সমাপ্তি ঘটলো মরহুম এ কে এম নাজিম উদ্দিন স্মৃতি নৈশ অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট-২০২৩। চন্দনাইশের বরকল এস জেড উচ্চ বিদ্যালয় মাঠে ২৩ এপ্রিল রোববার দিবাগত রাতে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে চন্দনাইশের বরমা ইউনিয়নের পশ্চিম বাইনজুরী আদর্শ সংঘ ও বরকল সাঈদ স্পোর্টিং ক্লাব।

এ খেলায় পশ্চিম বাইনজুরী আদর্শ সংঘ ১-০ গোলে বরকল সাঈদ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী জননেতা মরহুম একেএম নাজিম উদ্দীনের ছোটভাই প্রফেসর ডা. এ কে এম সাইফউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মো. আবুল ফয়েজ।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মফিজুর রহমান।

বিশেষ অতিথি বরকল ইপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহীম চৌধুরী, বরমা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম টিটু, ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল আলিম, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ কে এম জয়নাল আবেদীন জনু, বীর মুক্তিযোদ্ধা ফেরদাউস ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের এজিএম (পিআরএল) মো. একরাম হোসেন, বরকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. তৌহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মরিদুল আলম মুরাদ, উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক এএসএম মুছা তসলিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান, যুবলীগ নেতা ইয়াসিন আরাফাত চৌধুরী, মো. আনসার, বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় কমিটির সদস্য মো. খোরশেদ আলম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মো. সাহেদুল ইসলাম। খেলায় ধারা বর্ণনা দেন মাস্টার আবদুল মন্নান আজাদ ও মাসুূদ পারভেজ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক আরাফাত রহমান রাসেদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির যুগ্নআহ্বায়ক রিয়াদ বিন কাশেম, মো. হোসেন, আনিস সিফাত, আরিফ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর