চট্টগ্রাম

চন্দনাইশে কৃষি অফিসারের বিদায় সংবর্ধনা ও বাংলা নববর্ষের প্রস্তুতি সভা


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকারের বদলীজনিত বিদায় উপলক্ষ্যে চন্দনাইশ অফিসার্স ক্লাবের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান ২ এপ্রিল রোববার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। চন্দনাইশ অফিসার্স ক্লাব আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি মাহমুদা বেগম। সংবর্ধিত অতিথি ছিলেন বিদায়ী কৃষি অফিসার স্মৃতি রাণী সরকার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির।

বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মো. শাখাওয়াত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহ উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর মো. ইমরান হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী ফরহাদ হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, ফায়ার ব্রিগেড সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুল মনসুর চৌধুরী ও শিল্পকলা একাডেমির সদস্য সঞ্চিতা বড়ুয়া।

পরে সংবর্ধিত অতিথি বিদায়ী অফিসার স্মৃতি রাণী সরকারের হাতে ফুলের বুকেট, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।


Related posts

পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৪০ হাজার টাকা জরিমানা

Chatgarsangbad.net

দুর্ঘটনা প্রবণতা কমিয়ে মহাসড়কে শৃঙ্খলা ফেরাবো- এডিশনাল ডিআইজি খায়রুল

Chatgarsangbad.net

আনোয়ারায় মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ী খুন

Chatgarsangbad.net

Leave a Comment