চট্টগ্রাম

নদী ভাঙন থেকে রক্ষার জন্য মানববন্ধন


প্রভাস চক্রবত্তী:

কর্ণফুলী নদীর ভাঙন থেকে বসতভিটা রক্ষার দাবিতে মানবন্ধন করেছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলেকাবাসী । সোমবার (২৭ মার্চ) বেলা ১২টায় উপজেলা পরিষদের সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন চরখিজিরপুর গ্রামের অসহায় মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, কর্ণফুলী নদীর ভাঙনে জায়গা জমি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ ভাঙনে এখন নতুন মাত্রাযোগ হয়েছে। অপরিকল্পিতভাবে ড্রেজিং করার ফলে হুমকির মুখে হাজার হাজার একর জায়গা জমি। প্রতিদিন একাধিক ড্রেজার নদীর পূর্বপাড়ে পশ্চিম গোমদন্ডী চরখিজিপুর এলাকায় তীর ঘেঁষে ড্রেজিং করছে। অনতিবিলম্বে এ ড্রেজিং বন্ধ করা না হলে শতশত বসতবাড়ি ও হাজার হাজার একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুজায়েত আলী, মো. ছৈয়দ, রহমত আলী, মো. ইমরান হোসেন, জানে আলম, মঈন উদ্দীন, মো. লোকমান, মো. আজম, মো. ইদ্রিস আলী ও ওসমান গণি। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।


Related posts

আজ চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু

Saddam Hossain

চন্দনাইশে নারী,শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা

Chatgarsangbad.net

ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল

Chatgarsangbad.net

Leave a Comment