Hom Sliderচট্টগ্রাম

কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারে ভেজাল ওষুধ


নগরের কাজীর দেউড়ি মোড়ের ভিআইপি টাওয়ারের দোতলায় ভ্যারাইটিজ ইউনানি দাওয়াখানা নামের একটি দোকানে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, বিএসটিআই ও ঔষধ প্রশাসন অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ মার্চ) এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

অভিযানকালে দোকানটি থেকে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজনাকর ওষুধ, ডায়াবেটিস রোগের ওষুধ, পাইলস, সিফিলিস, গনোরিয়া রোগের ওষুধ, বিভিন্ন মলম ও ব্যথানাশক তেল জব্দ করা হয়। এসব ওষুধের গায়ে ‘ভ্যারাইটিস ইউনানি’ লেবেল লাগানো ছিল।

দোকান মালিক না থাকলেও ম্যানেজার এসব ওষুধ তৈরির কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ ছাড়া দোকানটিতে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই ভুয়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে মধু বিক্রি করতে দেখা যায়। দোকানটি থেকে প্রায় ২ লাখ টাকার এসব অবৈধ মালামাল জব্দ করা হয়। এসময় দোকানের ম্যানেজারকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর জিইসি মোড়ের কিউপিএস নামক মডেল ফার্মেসিতে ফার্মাসিস্ট না থাকা এবং শুল্ক ফাঁকি দেওয়া ও নকল প্রসাধন সামগ্রী বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


Related posts

ইপিজেড আকমল আলী ঘাটে আগুনে পুড়লো বসতঘরসহ ৩৭ দোকান

Chatgarsangbad.net

এইচএসসির ফল যেভাবে জানবেন

Chatgarsangbad.net

হাসপাতালে ইসরায়েলের হামলা, নিহত ৫০০

Chatgarsangbad.net

Leave a Comment