Hom Sliderচট্টগ্রাম

বোয়ালখালীতে নৌকার প্রার্থীর জয়


প্রভাস চক্রবত্তী, বোয়ালখালী:

বোয়ালখালী উপজেলা পরিষদ উপ নির্বাচনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন দায়িত্বে থাকা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা।

বোয়ালখালী উপজেলা পরিষদ উপ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম ৩০ হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে ২ লাখ ৬ হাজার ১৬৭ ভোটারের বিপরীতে ৩৪ হাজার ৪৭৮ জন ভোট প্রদান করেছেন। যা শতাংশের হিসেবে ১৬.৭২।

এর আগে সকাল ৮ থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল চারটায় শেষ হয় ভোট গ্রহণ।

বোয়ালখালীতে ইভিএম সরঞ্জাম ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটে। উপজেলা জ্যৈষ্ঠপুরা রমণী মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যালট ইউনিট বাইরে নিয়ে যায় এক যুবলীগ নেতা। পরে এ সরঞ্জাম ফিরিয়ে দিলেও পুলিশ অভিযুক্ত যুবলীগ নেতাকে আটক করে।

 


Related posts

ফটিকছড়িতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Saddam Hossain

কক্সবাজারে বহু বিতর্কিত ‘সাগর ট্রেডার্সে’ র‌্যাবের অভিযান

Chatgarsangbad.net

অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠন ও ৯ম ওয়েজ বোর্ড রোয়েদাদের বকেয়া পরিশোধ করুন: বিএফইউজে

Chatgarsangbad.net

Leave a Comment