চট্টগ্রাম

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত


দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহি সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের উদ্যোগে ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস যথাযোগ্য মর্যাদায় ০৭ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় পালিত হয়েছে। কলেজ মিলনায়তনেস অধ্যক্ষ শিব শংকর শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন। অধ্যাপক রুহুল আমিন শিক্ষকদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন, অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক রুহুল কাদের, অধ্যাপক আব্দুচ ছবুর । বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাষণে স্বাধীনতাকামী বাঙালির অন্তরের আকুতি প্রকাশ করেছে। স্বাধীনতা যুদ্ধের মন্ত্র ৭ মার্চের ভাষণ। এই ভাষণ বিশ্বশ্রেষ্ঠ ভাষণের অন্যতম একটি ভাষণ। অনুষ্ঠানে ছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ, কবিতা আবৃত্তি, অসমাপ্ত আত্মজীবনী থেকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


Related posts

শিক্ষিকার বেত্রাঘাতে’ দৃষ্টিশক্তি হারাল এক হত দরিদ্র শিক্ষার্থী

Chatgarsangbad.net

ঘুমধুমের তুমব্রুতে পুজামন্ডপ পরিদর্শনে চেয়ারম‌্যান প্রার্থী শাহনেওয়াজ চৌধুরী

Chatgarsangbad.net

ঘুমধুম সীমান্তে ইয়াবা হাতে বীরদর্পে চিন্নাইংচিং তংচংগ্যা! 

Chatgarsangbad.net

Leave a Comment