আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে জাতির পিতার প্রতিকৃতিতে উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে চন্দনাইশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে চন্দনাইশ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলামের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ ।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতাকামী লাখ লাখ জনতার উদ্দেশে তৎকালীন রেস কোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে) এক সমাবেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো কর্তৃক ‘মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ রেজিস্টারে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্যের দলিল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদনকালে অন‍্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাসুদ চৌধুরী, জমির উদ্দিন সাগর, ইফতেখার আলম সজিব, মোহাম্মদ হোসাইন, নাঈম ভূঁইয়া, আবছার ফারুকী, সোহেল রানা, মামুন, জিসান, সাদেক, তুষার, আরজু, আরমান, রণি, মিনহাজ, আকাশ, কিবরীয়া, সাব্বির, ইমতিয়াজ, মেমু প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর