আন্তর্জাতিক

পাকিস্তানি ক্রিকেটারের যে ভিডিও ভাইরাল


পাকিস্তানের তরুণ পেসার শাহনেওয়াজ ধানির একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরে ২৩ বছর বয়সি পেসার ধানি খেলছেন মুলতান সুলতান্সের হয়ে।

গত শুক্রবার সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন ডানহাতি পেসার শাহনেওয়াজ ধানি।

এদিন কোয়েটার ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলেই নুর আহমেদকে আউট করেন শাহনেওয়াজ। ওভারের চতুর্থ বলে নাসিম শাহকে বোল্ড করে ভোঁ দৌড় শুরু করেন ধানি। তার এমন দৌড় ঠেকাতে মজার ছলে বাধা দেন পাকিস্তানের বিখ্যাত আম্পায়ার আলিম দার। কিন্তু ভোঁ দৌড় আলিম দারকে ছাড়িয়ে দর্শকদের উদ্দেশে একেবারে বাউন্ডারির দিকে ছুট লাগান ধানি।

ম্যাচের অন্তিম মুহূর্তে সেই দৌড়ের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সেই ম্যাচে মোহাম্মদ রিজওয়ান (৮৩), রিলি রুশো (৭১) ও শান মাসুদের (৫৭) ঝড়ো ফিফটির সুবাদে ৩ উইকেটে ২৪৫ রানের পাহাড় গড়ে মুলতান সুলতান্স।

টার্গেট তাড়া করতে নেমে ১৫.৫ ওভারে ১২৮ রানেই অলআউট হয় সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ১১৭ রানের বিশাল ব্যবধানে জয় পায় মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন মুলতান।


Related posts

হ্যারিকেন মিল্টনের তাণ্ডব, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাজুড়ে মৃত বেড়ে ১৬

Chatgarsangbad.net

কান উৎসব উদ্বোধনের লাল গালিচায় মেরিল স্ট্রিপ

Chatgarsangbad.net

কপ-২৮ কেন এড়িয়ে যাচ্ছেন মার্কিন নেতারা

Chatgarsangbad.net

Leave a Comment